প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে নিরীক্ষা ও গবেষণায় জোর দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দীর্ঘ ৮ বছর পর বুধবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সভায় তিনি এ নির্দেশনা দেন।
আরও পড়ুন: শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈঠকের পর পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম জানান, প্রকল্প পরিচালকদের যোগ্যতা অনেক ক্ষেত্রে কম থাকে। তাই প্রকল্প পরিচালকদের একটা পুল তৈরি করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। যেকোন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রী আরও জানিয়েছেন, কম গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ না করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রকল্প বাছাই কমিটিই প্রাথমিকভাবে প্রকল্প গ্রহণ করবে।
আরও পড়ুন: পণ্য মজুদকারীদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী
এসএ/দীপ্ত নিউজ