কক্সবাজারের টেকনাফে ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ ব্রুসেলোসিসে আক্রান্ত আটজন রোগী শনাক্ত করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। তবে রোগীদের সবাই এখন সুস্থ আছেন।
গবাদিপশুর ব্যাকটেরিয়া জনিত রোগ ব্রুসেলোসিস। সম্প্রতি নতুন গবেষণায় টেকনাফে রেসপিরেটরি ডিজিজ হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ব্রুসেলোসিস শনাক্ত করা হয়েছে। ১৫৩ জনের মধ্যে আট জনের ব্রুসেলা ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফ প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় আইসিডিডিআরবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
আইসিডিডিআরবির রেসপিরেটরি ডিজিজেস হাসপাতালের সিনিয়র প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডা. জিয়াউল ইসলাম জানান, গৃহপালিত পশু যেমন গরু, ছাগল বা মহিষের দুধ না ফুটিয়ে কাঁচা অবস্থায় পান করলে এর জীবাণু মানুষের দেহে প্রবেশ করতে পারে। রোগটির প্রধান উপসর্গগুলোর মধ্যে রয়েছ জ্বর, গায়ে ব্যথা, মাথা ব্যথা, ক্ষুধাহীনতা ও দুর্বলতা।
আইসিডিডিআরবির সহকারী বিজ্ঞানী আইরিন সুলতানা বলেন, আক্রান্ত ব্যক্তিরা সবাই জানিয়েছেন, তারা না ফুটিয়ে কাঁচা দুধ পান করেছেন। এ রোগের সংক্রমণ থেকে বাঁচতে অবশ্যই গবাদিপশুর দুধ ফুটিয়ে পান করতে হবে।
অনু/দীপ্ত সংবাদ