বুধবার, নভেম্বর ৫, ২০২৫
বুধবার, নভেম্বর ৫, ২০২৫

গণমাধ‌্যম সজাগ থাক‌লে গুজবে কা‌জে আস‌বে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পার্শ্ববর্তী দেশ থে‌কে নানা গুজব ছড়া‌নো হ‌চ্ছে, মূল ধারার গণমাধ‌্যম সজাগ থাক‌লে গুজবে কোনো কা‌জে আস‌বে না ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।


বুধবার (৫ অক্টোবর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব‌্য ক‌রেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা ব‌লেন, জনগণ যখন নির্বাচনমু‌খী হ‌য়ে যা‌বে তখন তার কোন কিছুইতে কাজ হ‌বে না। পাশাপাশি নির্বাচ‌নে অংশগ্রহণকারী প্রার্থী‌দেরও সজাগ থাক‌তে হ‌বে।

তি‌নি ব‌লেন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচন কেন্দ্র করে দুষ্কৃ‌তিকারীরা যাতে কোন সমস‌্যা সৃ‌ষ্টি কর‌তে না পা‌রে; সেজন‌্য সব ধর‌নের ব‌্যবস্থা নেয়া হ‌বে।

মতবি‌নিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, কৃষি মন্ত্রণালয় সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া, গাজীপু‌রের জেলা প্রশাসক নাফিসা আরেফীন, মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ জেলা প্রশাস‌নের কর্মকর্তারা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More