গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থায় সহিংসতার স্থান নেই জানিয়ে রাজনৈতিক দলগুলোকে সংলাপের আহ্বান জানিয়েছেন, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে তিনি এ আহবান জানান।
পরে সিইসি জানান, পরিস্থিতি অনুকুল প্রতিকুল যাই হোক, নির্বাচন নির্ধারিত সময়েই হবে।
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দীর্ঘদিন আন্দোলনে করছে, বিএনপি ও সমমনা দলগুলো। এমন দাবি নাকচ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বরাবরই জানিয়েছে, সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। দাবি আদায়ে হরতালের পর অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি।
এমন পরিস্থিতিতে সিইসির সাথে বৈঠক করেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে বলেন, সাংবিধানিক দায়িত্ব মেনে স্বচ্ছতা ও জবাবদিহিতার আলোকে নির্বাচন আয়োজনে ইসির প্রতি আহ্বান জানানো হয়েছে। তবে দায়িত্ব অংশীজনদেরও আছে।
সংলাপের ওপর জোর দিয়ে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে কোনো পক্ষ থেকেই সহিংসতা কাম্য নয়। গণতন্ত্র চর্চায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। আশা করি, রাজনৈতিক দলগুলো সংলাপে বসে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ খুঁজে বের করবে।
সংলাপের পক্ষে মত দিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়া বলেন, রাজনৈতিক দলগুলোর মতো বিকল্প কিছু নেই, ইসির কাছে। নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে কমিশন।
এসএ/দীপ্ত নিউজ