গ্লোবাল সুপার লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের প্রতিনিধি দল রংপুর রাইডার্স। তবে বাংলাদেশের কোনো দলের প্রথম বৈশ্বিক ক্লাব টুর্নামেন্টের ফাইনালের আগে সংকটের মুখে পড়ে গেছে রংপুর। দলটির স্কোয়াডে থাকা জাতীয় দলের তিন ক্রিকেটার সৌম্য সরকার, রিশাদ হোসেন ও আফিফ হোসেনকে ফাইনালের আগেই সেন্ট কিটসে বাংলাদেশ দলের সাথে যোগ দিতে বলেছে বিসিবি।
শেষ পর্যন্ত যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে মাঠে না নেমেই ফাইনাল ম্যাচ ছেড়ে দিতে হবে রংপুরকে। কারণ, খেলোয়াড় সংকটে একাদশ সাজাতেই বিপাকে পড়তে হবে রংপুরকে।
গায়ানায় রংপুর রাইডার্স ও ভিক্টোরিয়ার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ সময় শনিবার ভোর ৫ টায়। অন্যদিকে, সেন্ট কিটসে আগামী রবিবার বাংলাদেশ সময় রাত ৭:৩০ মিনিটে মাঠে গড়াবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে। তাই বিসিবি চায় রংপুর দলে থাকা সৌম্য, রিশাদ ও আফিফ ফাইনাল না খেলেই যেন যোগ দেন জাতীয় দলের ক্যাম্পে।
চোটের কারণে ফাইনাল থেকে এর মধ্যে ছিটকে গেছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন। এখন আরও তিন জনকেও যদি না পাওয়া যায় ফাইনালে, তাহলে টুর্নামেন্টের নিয়ম মেনে একাদশে স্থানীয় খেলোয়াড়ই থাকবেনা রংপুর স্কোয়াডে। আর পর্যাপ্ত সময় না থাকায়, বাংলাদেশ থেকে নতুন কাউকে উড়িয়ে নিয়ে যাওয়াও সম্ভব হবে না।
তবে রংপুর রাইডার্স দলের পক্ষ থেকে বিসিবিকে বলা হয়েছে, ফাইনাল শেষ হওয়া মাত্রই বাংলাদেশ দলের সাথে যোগ দেবেন তিন ক্রিকেটার। দুই পক্ষের মধ্যে আলোচনা এখনও চলমান রয়েছে এই বিষয়ে। ফাইনালের শেষ সময়ের প্রস্তুতির মাঝে রংপুর তাই অপেক্ষায় আছে বিসিবির সবুজ সংকেত পাওয়ার।
ইমাম/ দীপ্ত সংবাদ