দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর বান্দরবানের অন্যতম পর্যটন স্পট দেবতাখুম পর্যটকদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২২ জানুয়ারি থেকে পর্যটকরা এই পর্যটন কেন্দ্রে বেড়াতে যেতে পারবেন। তবে পর্যটকদের দুর্গম এলাকায় গমনের পূর্বে উপজেলা প্রশাসন হতে আইন শৃঙ্খলার হালনাগাদ তথ্য সংগ্রহ পূর্বক যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে।
আরও পড়ুন: ১০ বছরেও চালু হয়নি বান্দরবান আবহাওয়া পর্যবেক্ষণাগার
উল্লেখ্য, এর আগে গতবছর ১৪ মার্চ পাহাড়ে জঙ্গি বিরোধী অভিযানের কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে রুমা রোয়াংছড়ি ও থানচি উপজেলায় অনির্দিষ্ট কালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। নিষেধাজ্ঞার কারণে অনেকটা পর্যটক শূন্য হয়ে পড়ে পাহাড়কন্যা বান্দরবান। কর্মহীন হয়ে পড়ে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত কয়েক হাজার শ্রমিক।
পরে ১৪ জুলাই রুমা ও থানচির ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও রোয়াংছড়ি উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা বলবৎ থাকে।
আরও পড়ুন: পর্যটন দিবস উপলক্ষে কুয়াকাটায় হোটেল মোটেলে ৫০ শতাংশ ছাড়
এসএ/দীপ্ত নিউজ