খুলনায় স্বপনকে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামী হোসেনকে গ্রেফতার করেছে র্যাব–৬। মঙ্গলবার (১১ এপ্রিল) দিবাগত রাতে বাগেরহাট জেলার রামপাল থানাধীন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের সূত্র ধরে মঙ্গলবার রাতে বাগেরহাট জেলার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা অভিযান চালায় র্যাব–৬ এর বিশেষ দল। এসময় তারা স্বপন হত্যা মামলার প্রধান আসামী হোসেনকে গ্রেফতার করে।
এর আগে, গতকাল এই মামলার অপর আসামী কাদের জোয়ার্দ্দার রাজুকে গ্রেফতার করা হয়।
র্যাব আরো জানায়, নিহত স্বপনসহ আসামী হোসেন, রাজু, মিজান, রানারা দীর্ঘদিন ধরে এলাকার দাদা ফ্যাক্টরীর ভিতর বিভিন্ন মালামাল চুরি করে ভাংগারির দোকানে বিক্রয় করে মোটা অংকের টাকা উপার্জন করে আসছিলো।
চোর চক্রের সদস্যদের ভিতরে টাকা পয়সা নিয়ে বনিবনা না হওয়ায় আসামীদের সাথে স্বপনের বিরোধ সৃষ্টি হয়।
১০ এপ্রিল সোমবার রাতে ঘটনার দিন স্বপন আসামী হোসেনকে দাদা ম্যাচ ফ্যাক্টরীতে চুরি করার জন্য আসাতে বলে। রাত সাড়ে ১২টা দিকে সেখানে স্বপন আসলে আসামীরা চাপাতি, ছুরি, রেইনজ স্লাইট দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হাত পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
ঘটনার বিষয়ে ভিকটিমের ভাই বাদী হয়ে খুলনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
অনু/দীপ্ত সংবাদ