খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে মোট ৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন। চলতি বছরে খুলনায় সর্বমোট ৩৬৫ জন রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।
এদিকে খুলনা বিভাগে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। ২৪ ঘন্টায় বিভাগে নতুন ভর্তি হয়েছে ৬২ জন ডেঙ্গু রোগী। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩২৮ জন রোগী।
এ পর্যন্ত খুলনা বিভাগে মোট রোগীর সংখ্যা ১৫৩২ জন। ছাড়পত্র পেয়েছেন ১১৭০ জন। মারা গেছেন ৫জন আর রেফার্ডকৃত রোগীর সংখ্যা ২৯জন।
শায়লা/ দীপ্ত নিউজ