খুলনায় খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগে ৩ কিশোরসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত একটি ভবন থেকে তাদের আটক করে পুলিশ
গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর ডলার হাউজ মোড় এলাকার তাজ (১৬), খালিশপুর বঙ্গবাসী মোড় এলাকার নর্থ জোন ২৩–এর বাসিন্দা মো. আবু সাইদ (৩৭), ২ নম্বর নেভি গেট এলাকার মো. সিয়াম (১৬) ও চরের হাট এলাকার প্রেম সরদার (১৬)। তবে এ ঘটনার সঙ্গে জড়িত আরমান ও উৎস নামের দুজন পলাতক রয়েছে।
খালিশপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, গত এক মাস ধরে কয়েকজন যুবক এলাকার বিভিন্ন স্থান থেকে কুকুর ধরে বাগানের মধ্যে পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবনে নিয়ে যেতো। বেশ কয়েকবার এই ঘটনা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। বুধবার বিকালে একটি কুকুর নিয়ে ওই ভবনে চার জনকে ঢুকতে দেখে কয়েকজন স্থানীয় তাদের পিছু নেন। তারা গিয়ে দেখেন, কুকুরটিকে মেরে মাংস কাটার প্রস্তুতি চলছে। পরে তারা পুলিশে খবর দেন।
ওসি আরও বলেন, ওই ভবন থেকে হাত–পা বাঁধা গলাকাটা একটি কুকুর এবং অনেকগুলো কুকুরের চামড়া ও হাড় উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে চার জনকে।
এসএ/দীপ্ত নিউজ