সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের কংগ্রেস নেতা ও লোকসভার সদস্য রাহুল গান্ধী।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী লেখেন, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আমি মর্মাহত।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে তিনি লেখেন, দীর্ঘ জনজীবনে তিনি বাংলাদেশের রাজনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
রাহুল গান্ধী আরও লেখেন, এই শোকের মুহূর্তে খালেদা জিয়ার পরিবার, দলীয় সহকর্মী ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি।
এর আগে ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।