সুচিকিৎসার জন্য সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৯ এপ্রিল) স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বেগম জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়াও করেন। তিনি বলেন, সরকার জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে না বলেই নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আদায়ে ঐক্যবদ্ধ গণ–আন্দোলনের জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপি মহাসচিব।
এদিকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর বসুন্ধরা এলাকায় এভার কেয়ার হাসপাতালে নেয়া হবে।
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিকেলে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রওনা হবেন খালেদা জিয়া। সেভাবে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে অসুস্থ বেগম জিয়া গত ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন। সেদিনই আবার তিনি গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন।
এফএম/দীপ্ত সংবাদ