বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ ও আবেগঘন পোস্টে রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের স্মৃতি তুলে ধরে এই শোক জ্ঞাপন করেন।
পোস্টে উল্লেখ করেন, ২০০৮ সালে বাবার মৃত্যুর পর যখন তার জীবন এক ‘পালবিহীন নৌকার’ মতো ছিল, তখনই বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে আসার সুযোগ হয় তার।
তিনি লেখেন, ‘সম্পর্কটা রাজনৈতিক হওয়ার কথা থাকলেও সম্পর্ক ছিল স্নেহের, শ্রদ্ধার আর আস্থার। দেশনেত্রী আমাকে পাশে বসাতেন, রাজনীতি বোঝাতেন, প্রশংসা করতেন।’
সংসদে নিজের বক্তৃতার প্রসঙ্গ টেনে পার্থ বলেন, “আমার বক্তৃতা শোনার পর তিনি বলতেন: ‘পার্থকে আরও সময় বাড়িয়ে দাও, ও ভালো বলে।’ লক্ষ লক্ষ মানুষের জনসভায় বলতেন: ‘এই যে পার্থ বলে গেল।’ সেই বয়সে দেশনেত্রীর সেই কথাগুলো দেশজুড়ে আমার ভাবমূর্তি ভিন্ন স্তরে নিয়ে গিয়েছিল।”
স্মৃতিচারণা করতে গিয়ে ২০১৩–১৪ সালের একটি বিশেষ ঘটনার কথা উল্লেখ করেন পার্থ। তিনি জানান, সেই সময় তৎকালীন সরকারের দেয়া ‘জাতীয় সরকার’ গঠনের প্রস্তাব এবং ২০ দল ভেঙে যাওয়ার গুঞ্জনের মধ্যে তিনি গুলশান কার্যালয়ে গিয়েছিলেন।
পার্থ লেখেন, “রুমে ঢুকতেই দেশনেত্রী বললেন: ‘কি পার্থ, তুমিও কি চলে যাচ্ছ?’ আমি খানিকক্ষণ চুপ থেকে বলেছিলাম, আপনার গাড়িতে প্রধানমন্ত্রীর পতাকা ওঠার আগে, আমার গাড়িতে পতাকা উঠবে না ইনশাআল্লাহ। আজ দেশনেত্রী প্রধানমন্ত্রী পদের বহু উপরে উঠে গিয়েছেন। আজ উনি মানুষের হৃদয়ের প্রধানমন্ত্রী, হৃদয়ের নেত্রী।”
পোস্টের শেষ অংশে নিজের এবং পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে পার্থ বলেন, ‘ধন্যবাদ দেশনেত্রী, বাংলাদেশের মানুষের পাশে থাকার জন্য। ধন্যবাদ দেশনেত্রী, আমার পাশে থাকার জন্য। আমি এবং আমার পরিবার আপনার কাছে চিরঋণী, চির কৃতজ্ঞ। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক।’