উন্নত চিকিৎসার জন্য আগামীকাল (৭ জানুয়ারি) লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে লন্ডন পৌঁছে দিতে ঢাকায় পৌঁছেছে কাতার আমিরের বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাম্বুলেন্সটি অবতরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, বিমানবন্দরে উপস্থিত থেকে বিমানের হোস্টদের স্বাগতম জানান বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ডা. এনামুল হক চৌধুরী।
উল্লেখ্য, এয়ারবাস এ–৩১৯ এয়ার অ্যাম্বুলেন্স একটি অত্যাধুনিক এবং বিশ্বাসযোগ্য বিমান যা জরুরি পরিস্থিতিতে রোগীদের জন্য সর্বোত্তম চিকিৎসা পরিষেবা প্রদান করে।
এসএ