“দান নয়, বাকী ভেবে পণ্য নিন, পরে কোন অভাবীকে মূল্য দিয়ে দিন” শ্লোগানে সুবিধা বঞ্চিত, দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য খাগড়াছড়ি বাকী হাটে পণ্য বিক্রি করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
মঙ্গবার (২৬ সেপ্টেম্বর) সকালে অফিসার্স ক্লাবে হলরুম এ হাট বসানো হয়।
বাকীর হাট উদ্বোধন করেন জেলা প্রশাসক সহিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেস্বার জামাল উদ্দিন৷
দুস্থ, অসহায় নিম্ন আয়ের মানুষের পাশে দাড়ানোর জন্য ও একটি মানবিক মেসেজ দেয়ার জন্য বিদ্যানন্দ ফাউন্ডশনের এই আয়োজন। হাটে চাল, ডাল, চিনি, তেল, লবন, ডিম,সব্জিসহ ২৭ টি পণ্য নিয়ে বাকীর হাট বসানো হয়, এতে ২ শত ৫০ ব্যাক্তি প্রত্যেকে ৬ শত টাকার পণ্য কেনা সুযোগ পায়।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামামল উদ্দিন বলেন, দ্রব্য মূল্য উধ্বগতি ফলে অসহায়, দুস্থরা চাপে আছে, তারা দু মুঠো পুষ্টির নিশ্চয়তা করতে পারছেন না। এখন তিনি বাকীতে নেবেন যখন তিনি সচ্চলতা ফিরে পাবেন তখন তিনি আরেজনকে কিনে দেবেন।
খাগড়াছড়ি জেলা প্রশাসক সহিদুজ্জামান বলেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই কনসেপটি খুবই চমৎকার।
এসএ/দীপ্ত নিউজ