খাগড়াছড়িতে ছুরিকাঘাতে চুমকি রাণী দাশ (৪৫) নামে এক নারীকে হত্যার অভিযোগে মো. রাসেল (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) জেলা পুলিশ ওই যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করেছে।
বৃহস্পতিবার রাত ৮টার খাগড়াছড়ি শহরের অপর্ণা চৌধুরী পাড়া এলাকায় দুর্বৃত্তরা ঘরে ঢুকে চুমকি দাশকে নৃশংসভাবে খুন করে।
এ সময় ভিকটিমের গলার হার ও কানের দুল নিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত চুমকি দাশ একই এলাকার তপন কান্তি দাশের স্ত্রী। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, প্রতিবেশী সিএনজি চালক মো. রাসেল চুমকি দাশের ছেলে প্রান্ত দাশের কাছ থেকে বেশ কিছুদিন আগে ৯০ হাজার টাকা ধার নিয়েছিল। কিন্তু টাকা ফেরত না দেয়ায় প্রান্তের সঙ্গে রাসেলের বিরোধ সৃষ্টি হয়। হত্যার আগে রাসেল চুমকি দাশের সঙ্গে কথা বলতে তার বাসায় গিয়েছিল।
এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় মামলা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা দীপ্ত নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মো. রাসেল (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আল/ দীপ্ত সংবাদ