নানা ঘটনার মধ্য দিয়ে চূড়ান্ত হলো ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ আটের লাইনআপ। শুক্রবার (৪ জুলাই) রাত থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের লড়াই। ম্যান সিটিকে হারিয়ে শেষ আট নিশ্চিত করা সৌদি আরবের ক্লাব আল–হিলাল এবার মুখোমুখি হবে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের। এই দুই দল ছাড়াও কোয়ার্টারে জায়গা করে নিয়েছে পিএসজি, চেলসি, বায়ার্ন মিউনিখ এবং পালমেইরাস। আগামী ৪ ও ৫ জুলাই অনুষ্ঠিত হবে চারটি কোয়ার্টার ফাইনাল।
ছয় মহাদেশের ৩২টি দল নিয়ে শুরু হওয়া ফিফা ক্লাব বিশ্বকাপে টিকে থাকা দলের সংখ্যা এখন মাত্র আট। শেষ ষোলোয় সবচেয়ে বড় অঘটন ছিল ম্যানচেস্টার সিটি এবং ইন্টার মিলানের বিদায়। সেই সুযোগে সৌদি প্রো লিগের ক্লাব আল–হিলাল কোয়ার্টারে স্থান করে নেয়। তাদের প্রতিপক্ষ ফ্লুমিনেন্স, যারা শেষ ষোলোয় ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে পাত্তাই দেয়নি।
পর্তুগিজ ক্লাব বেনফিকার বিপক্ষে প্রত্যাশিত জয় তুলে নিয়ে কোয়ার্টারে পৌঁছেছে চেলসি। শেষ আটের প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। শক্তিমত্তায় ইংলিশ ক্লাব চেলসির চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও লাতিন আমেরিকার ছন্দের বিপরীতে ইংলিশ স্টাইলের লড়াইটি বেশ আকর্ষণীয় হয়ে উঠবে।
পারফেক্ট মৌসুম থেকে মাত্র তিনটি জয় দূরে পিএসজি। ফরাসি লিগ, ফরাসি কাপ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা দলটি ক্লাব বিশ্বকাপে ট্রেবল জয়ের স্বপ্ন দেখছে। লিওনেল মেসির ইন্টার মিয়ামিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর কোচ লুইস এনরিকে বলেছেন, “এই টুর্নামেন্টেও আমরা ইতিহাস গড়তে চাই।”
তবে তাদের প্রতিপক্ষ যখন বায়ার্ন মিউনিখ, তখন ফরাসিদের থাকতে হবে অতিসতর্ক। জার্মান জায়ান্টদের কৌশলই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। সবকিছুর ঊর্ধ্বে নজর থাকবে দুই দলের গোলরক্ষকদের পারফরম্যান্সের দিকে।
শুধু ইউরোপের নয়, বিশ্বের সবচেয়ে সফল ক্লাব হিসেবে **রিয়াল মাদ্রিদের** নাম সর্বজনবিদিত। ক্লাব বিশ্বকাপে রেকর্ড পাঁচবার শিরোপা জেতা ক্লাবটি এবারও অন্যতম ফেভারিট। টুর্নামেন্টে শুরুটা ড্র দিয়ে হলেও পরে তারা নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। ফাইনালে যাওয়ার বড় দাবিদার স্প্যানিশ জায়ান্টদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে বরুশিয়া ডর্টমুন্ড।
বরুশিয়া ডর্টমুন্ডও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় জায়গা করে নেয়, যদিও শেষ ষোলোয় তাদের সামনে বড় পরীক্ষা আসেনি। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করা যে সহজ হবে না, তা তারা জানে।
মোহাম্মদ হাসিব, দীপ্ত নিউজ