ট্রফি ট্যুরের অংশ হিসেবে, ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের আনন্দিক ট্রফিটি এখন রয়েছে জার্মানিতে। ১৪ জুন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ২১তম আসরে বিভিন্ন প্রাইজমানির তালিকা, রেকর্ড ছাপিয়ে গেছে অতীতের সব আসরের।
আধুনিক ডিজাইন, নান্দনিকতা এবং বৈশ্বিক ঐক্য এই তিন বিষয়কে উপজীব্য করে তৈরি করা হয় ক্লাব বিশ্বকাপ ফুটবলের দৃষ্টি নন্দন ট্রফি। বিশ্বখ্যাত জুয়েলারি ব্র্যান্ড টিফানি অ্যান্ড কোং, তৈরি করে এই ট্রফিটি।
সোনায় মোড়ানো পৃথিবীর আকৃতির ট্রফিটিতে ফিফার ২১১ সহযোগী দেশের নাম খোদাই করা আছে, যা বৈশ্বিক ফুটবল সম্প্রদায়ের ঐক্যের প্রতীক। ব্যবহার করা হয়েছে বিশ্বের ১৩টি ভাষা। এর ফলে ট্রফিটির সর্বজনীনতাকে ফুটিয়ে তোলা হয়েছে।
এই ট্রফি ঘুড়ছে পাঁচ মহাদেশে। মোট ৩২ ফুটবল ক্লাব অংশ নিবে এবারের টুর্নামেন্টে। ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্রে শুরু হবে ক্লাব বিশ্বকাপের নতুন আসর। ১১ শহরের ১২ ভেন্যুতে হবে ম্যাচ গুলো। ১২ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল।
এএফসি ও সিএএফ থেকে ৮টি দল, কনকাকাফ থেকে চারটি, কনমেবল ও ওএফসি থেকে সাতটি ফুটবল ক্লাব এবং উয়েফা থেকে অংশ নিবে সবচেয়ে বেশি ১২টি দল।
ক্লাব ফুটবলের হিসাব বদলে দিতে যাচ্ছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ। নতুন পরিকল্পনায় বেড়েছে পরিধি, বেড়েছে অর্থ। ৩২ ক্লাবের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া ক্লাব ওয়ার্ল্ডকাপের জন্য একশো এক বিলিয়ন ডলার প্রাইজমানি বরাদ্দ রেখেছে ফিফা। এর মধ্যে ৫২৫ মিলিয়ন ডলার পার্টিসিপেশন মানি হিসেবে দেওয়া হবে ৩২ ক্লাবকে। আর বাকি ৪৭৫ মিলিয়ন ডলার দেয়া হবে পারফরম্যান্স বোনাস হিসেবে।
২০২২ ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রাইজমানি হিসেবে পেয়েছিল ৪২ মিলিয়ন ডলার। আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপের ২১তম আসর।
ইএ