মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫

ক্রীড়ায় অন্যন্য নজির গড়লেন আয়রনম্যান আরিফুর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে নতুন দিগন্ত খুলেছেন এন্ডিউরেন্স কিং আরিফুর রহমান। মাত্র পাঁচ দিনের ব্যবধানে সম্পন্ন করেছেন দুটি পূর্ণদৈর্ঘ্য আয়রনম্যানযা ক্রীড়া বিশ্বে এক বিরল রেকর্ড।

গত ১৪ সেপ্টেম্বর ফ্রান্সের নিস শহরে অনুষ্ঠিত আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেন আরিফুর রহমান। বিশ্বের অন্যতম কঠিন পাহাড়ি বাইক কোর্স পেরিয়ে তিনি শেষ করেন রেসটি। অসুস্থতা থেকে সদ্য সেরে উঠেও এই মঞ্চে তার অংশগ্রহণ ছিল এক বিরল সাহসিকতার প্রমাণ।

এখানেই শেষ নয়, মাত্র পাঁচ দিন পর ২০ সেপ্টেম্বর ইতালির এমিলিয়ারোমাগনায় অনুষ্ঠিত আয়রম্যান ইতালিতে আবারও অংশ নেন। অবিশ্বাস্যভাবে আরও ভালো টাইমিং নিয়ে শেষ করেন এই রেস, যেখানে তিনি রেকর্ড করেন তার ক্যারিয়ারের সেরা সাঁতার ও সাইক্লিং পারফরম্যান্স।

আয়রম্যান মানেই বিশ্বের অন্যতম কঠিন এন্ডিউরেন্স স্পোর্টস—৩.৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং এবং ৪২.২ কিলোমিটার দৌড়। শুধু একটি রেস শেষ করাই যেখানে বিশাল সাফল্য, সেখানে মাত্র পাঁচ দিনের ব্যবধানে দুইটি আয়রনম্যান শেষ করা কার্যত অসম্ভবের মতো। গুগল বা অফিসিয়াল রেকর্ড নিশ্চিতভাবে কিছু বলতে না পারলেও এত স্বল্প সময়ে এ ধরনের সাফল্য ক্রীড়াজগতে অত্যন্ত বিরল। শুধু তাই নয় চলতি বছর তিনি অংশ নিয়েছিলেন কোস্টাল Coastal Ultra 100 কিলোমিটার আল্ট্রাম্যারাথনে যেখানে ৯ ঘণ্টা ৩২ মিনিটে ফিনিশ করে স্থাপন করেছেন বাংলাদেশের নতুন রেকর্ড।

নিজের এই ঐতিহাসিক সাফল্যের জন্য আরিফুর রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার স্পন্সর কোম্পানির প্রতি।

Ironman-এ একটি কথা আছে—“Anything is Possible”। আরিফুর রহমান প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তি, পরিশ্রম এবং অধ্যাবসায় থাকলে একজন বাঙালিও বিশ্বের সবচেয়ে কঠিন এন্ডিউরেন্স ক্রীড়ায় একের পর এক ইতিহাস গড়তে পারে।

বাংলাদেশের এন্ডিউরেন্স কিং আরিফুর রহমান আজ Ironman-এর ইতিহাসে তুলে ধরলেন এক বিরল রেকর্ড; যা অনুপ্রাণিত করবে ভবিষ্যত প্রজন্মকে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More