মাগুরার শ্রীপুরের চর গোয়ালপাড়া স্কুল মাঠে ক্রিকেট খেলা খেলাকে কেন্দ্র করে হত্যা মামলার মূল আসামিসহ ২ জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। মঙ্গলবার (২৮ মার্চ) সকালে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. বিশারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শ্রীপুর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় আসামিদের শনাক্ত করতে সক্ষম হন। এরপর সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মামলার মূল আসামি আরিফুল ইসলাম পরশ খাঁন ও আরেক আসামি সুরুজ খানকে আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। আসামিদের আদালত পাঠানো হয়েছে।
এর আগে গত ১৩ মার্চ বিকালে চর গোয়ালপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে ক্রিকেট খেলার সময় বাক-বিতন্ডার পর আসামি পরশ (১৮), মো. আলহাজ্ব শেখ (১৭) কে মারপিট করলে গুরুতর আহত হয়। আহত আলহাজ্বকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা নবীর আলী শেখ বাদী হয়ে শ্রীপুর থানায় উপজেলার চর গোয়ালপাড়া সুরুজ খান (৪৪), পরশ খাঁন (১৮), মো. জামাল উদ্দিন খান (৫৫) এবং মো. জামিরুল খাঁন (৫৭) কে অভিযুক্ত করে একটি হত্যা মামলা করলে আসামিদের গ্রেফতার করা হয়।
এমি/দীপ্ত