যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেশির ভাগ এলাকায় বড় ধরনের ঝড় আঘাত হানার পর সেখানে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎবিহীন অবস্থায় দিন যাপন করছেন হাজারো মানুষ। খবর বিবিসির।
অভিজাত এলাকা মন্টেসিটোর বাসিন্দাদের জন্য বন্যার সতর্কতা জারি করা হয়েছে। তাঁদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে।
আবহাওয়াবিদেরা আভাস দিয়েছেন, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দাদের আগামী সপ্তাহজুড়ে ঘূর্ণিঝড় পরিস্থিতির মধ্যে থাকতে হতে পারে। বন্যার কারণে আটকা পড়ে আছে হাজারো মানুষ।
পাওয়ার আউটরেজের তথ্যমতে, ১ লাখ ২৫ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। সান ফ্রান্সিসকোর আশেপাশে উপকূলীয় এলাকায় বন্যার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ক্যালিফোর্নিয়ার দুটি শহর থেকে হাজারো মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের কিছু অংশে তীব্র বাতাস, বৃষ্টি এবং তুষারপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণ নেভাদা, উত্তর–পশ্চিম অ্যারিজোনাতে শীতকালীন ঝড়ের সতর্কতা দেওয়া হয়েছে।
আফ/দীপ্ত সংবাদ