শিক্ষার্থীদের অধিকার আদায়ে, ক্যাম্পাসে সুষ্ঠু ধারার ছাত্ররাজনীতির প্রয়োজন রয়েছে বলে মনে করেন রাজনীতিবিদ ও বিশ্লেষকেরা। তবে তা যেন রাজনৈতিক দলগুলোর স্বার্থ রক্ষার অংশ না হয়।
বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ, দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখেন শিক্ষার্থীরা।
কিন্তু তাদের গৌরবোজ্জ্বল অতীত ধীরে ধীরে কলুষিত হতে থাকে। সন্ত্রাস–সহিংসতা ও খুনের মতো কর্মকান্ডের অভিযোগ ওঠে কোনো কোনো সংগঠনের বিরুদ্ধে। রক্তাক্ত হয় বুয়েটসহ অনেক বিশ্ববিদ্যালয়।
দলীয় রাজনীতির লেজুরবৃত্তির কারণেই এমনটি হচ্ছে বলে মনে করেন বিশ্লেষক ও রাজনীতিবিদরা।সন্ত্রাস ও অরাজকতা কেন্দ্রীক ছাত্ররাজনীতি বিষয়ে নেতিবাচক মনোভাব পোষণ করেন তারা।
ছাত্ররাজনীতি ইস্যুতে সম্প্রতি হঠাৎ অস্থির হয়ে পড়ে বুয়েট। ছাত্রলীগ রাজনীতির পক্ষে, আর সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি পক্ষ ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডের বিরোধিতা করে।
আল / দীপ্ত সংবাদ