নোয়াখালী কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স নবায়ন না থাকায় ৫টি ফার্মেসিকে ১ লাখ ৩৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বসুরহাট বাজারে হাসপাতাল গেইট এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাস এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে নোয়াখালী ওষুধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার ইব্রাহিম ইকবাল চৌধুরী ও কোম্পানীগঞ্জ থানার পুলিশ সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফার্মেসীগুলোতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছে এবং অনেক ফার্মেসীর ড্রাগ লাইসেন্স নবায়ন নেই এমন তথ্যের ভিত্তিতে বসুরহাট বাজারে অভিযান চালানো হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় যমুনা ফার্মেসীকে ৫০ হাজার টাকা, ডায়াবেটিক জেনারেল হাসপাতাল ফার্মেসীকে ৪০ হাজার টাকা ও ড্রাগ লাইসেন্স না থাকায় সেন্ট্রাল হাসপাতাল ফার্মেসীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়া বাজারের আরও দুটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাস বিষয়টি বলেন, জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এসএ/দীপ্ত নিউজ