২১ জুন পর্দা উঠবে কোপা আমেরিকার ৪৮তম আসরের। এই আসরে ল্যাটিন আমেরিকা ছাড়াও উত্তর আমেরিকার ছয়টি দেশ অংশ নিচ্ছে। এই আসরকে সামনে রেখে নতুন নিয়মের অনুমোদন দিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। আসছে কোপায় কনকাশন বদলির নিয়ম চালু করেছে কনমেবল।
আসন্ন কোপা আমেরিকায় লাল ও হলুদ কার্ডের সঙ্গে যুক্ত হচ্ছে গোলাপি কার্ড। হকিতে তিন রকম কার্ডের ব্যবহার আগে থেকেই থাকলেও ফুটবলে প্রথমবার এই নিয়ম চালু হচ্ছে। তবে, সেটি কোপা আমেরিকায় অনেকটা পরীক্ষামূলকভাবে চালু করা হবে।
এই ব্যাপারে কনবেমল কোপা আমেরিকা কর্তৃপক্ষ নিজেদের ওয়েবসাইটে মঙ্গলবার (২১ মে) জানিয়েছে, কোপার এই আসরটিতে গোলাপি কার্ডের ব্যবহার হবে। ফিফার আর্টিকেল ৯৬–তে কিছুটা সংশোধনী আনা হচ্ছে। আর গোলাপি কার্ড ব্যবহার করা হবে অতিরিক্ত খেলোয়াড় বদলাতে।
এখন পাঁচজন ফুটবলার বদলানো যায়। এরপর কোনো ফুটবলরা যদি মাথায় অতিরিক্ত আঘাত পান, তৈরি হয় তাকে মাঠ থেকে বের করার মতো পরিস্থিতি, তখন প্রয়োগ হবে গোলাপি কার্ড। সংশ্লিষ্ট দলের কোচ ম্যাচ রেফারি বা চতুর্থ রেফারিকে গোলাপি কার্ড দেখাবেন।
আল / দীপ্ত সংবাদ