বাংলাদেশের ভেতরে একজন রোহিঙ্গাকেও ঢুকতে দেব না বলে সাফ জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিজিবি মহাপরিচালক বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে মিয়ানমার ইস্যু নিয়েই কাজ করছি। আগামীকাল সীমান্ত পরিদর্শনে যাব। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।‘
আরও পড়ুন: মিয়ানমারে গৃহযুদ্ধ: সীমান্ত সুরক্ষা রাখার পরামর্শ
তিনি বলেন, দুপুর পর্যন্ত মিয়ানমারের বিজিপি, সেনাসহ অন্যান্য বাহিনীর ২৬৪ জন বাংলাদেশ এসেছে। তাদেরকে আশ্রয় দেয়া হয়েছে। এরমধ্যে আহত ছিল ১৫ জন। তাদেরকে বিজিবির পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
গতকাল সোমবার মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে দুজনের মৃত্যুর বিষয়ে বিজিবির ডিজি বলেন, মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। আমরা প্রটেস্ট নোট দিয়েছি। সকালে মিয়ানমারের ডিএ আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
এদিকে সকালে ৬৫ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে; তাদের ফেরত পাঠানো হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ