নুন্যতম মুজুরী সাড়ে ১২ হাজার টাকা প্রত্যাক্ষাণ করে গাজীপুরের কোনাবাড়িতে ফের শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ২টার পর থেকে কোনাবাড়ি তুষকা নামের কারখানার সামনে শ্রমিকরা ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে।
এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশকে লক্ষ করে ইটকে পাটকেল নিক্ষেপ করে শ্রমিকরা। পুলিশও টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে। এতে অন্তত ২০ জন শ্রমিক আহত হয়।
আহতদের স্থানীয় হাসটাতালে ভর্তি করা হয়েছে। বিকেল ৪টার পর থেকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে স্বাভাবিক হয়েছে ।
বিকেলে প্রেসব্রিফিং করে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ও র্যাব ১ এর অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ মোশতাক আহমেদ জানান, একটি কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা নিতে শ্রমিকদের উসকিয়ে দিচ্ছে। শ্রমিকদের মধ্যে গুজব ছাড়ানো হচ্ছে। গুজব থেকেই শ্রমিকরা আন্দোলন শুরু করে।
এসএ/দীপ্ত নিউজ