দেশে চলমান সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে সায়েন্সল্যাব এলাকায় অন্তত পাঁচ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার পর আন্দোলনকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত হয়েছেন আরও শতাধিক শিক্ষার্থী।
গুলিবিদ্ধ শিক্ষার্থীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহতদের পাশের পপুলার ডায়াগনস্টিক সেন্টারসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সায়েন্সল্যাব এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।
ফাইয়াজ নামের আহত গ্রীন লাইফ মেডিক্যাল কলেজের শিক্ষার্থী এসেছিলেন পপুলার হাসপাতালে চিকিৎসা নিতে। তিনি জানান, ইটের আঘাতে তার মাথা ফেটে যায়।
আইডিয়াল কলেজের ২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহসিনের মাথার সামনের দিকে ৬টা স্টিচ ও পেছনে ৮টা স্টিচ লেগেছে। তিনিও ইটের আঘাতে আহত হন বলে জানা যায়।
উল্লেখ্য, কোটাবিরোধী আন্দোলনে এতদিন সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা থাকলেও আজ স্কুল, কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যুক্ত হয় তাদের সঙ্গে।
এসএ/দীপ্ত সংবাদ