রাজশাহী–১ তানোর গোদাগাড়ী আসনে সকাল আটটা থেকে শান্তিপূর্ণভাবে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার এর মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত।
এ আসনে মোট ১৫৮ টি কেন্দ্রে ৪ লক্ষ ৪০ হাজার ২১৮ জন ভোটার তাদের ভোট অধিকার প্রদান করবেন। এবার এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন প্রার্থী। এদের মধ্যে এ আসনে স্বতন্ত্র প্রার্থী চিত্র নায়িকা শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহি ট্রাকটার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়াও নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, এছাড়াও স্থানীয় আওয়ামী লীগের নেতা গোলাম রাব্বানী কাঁচি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সকাল থেকে চিত্রনায়িকা মাহিয়া মাহি তার নির্বাচনী এলাকার ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করছেন। পরিদর্শন শেষে তার অভিমত সাংবাদিকদের জানান।
ইউ. আদনান/ আল / দীপ্ত সংবাদ