‘কেজিএফ–২‘ এর সব রেকর্ড ভেঙে দিয়েছে বক্স অফিসে তুমুল ঝড় তোলা সিনেমা ‘পাঠান‘। এরপরের টার্গেট বাহুবলী–২।
২০১৭ সালে মুক্তি পাওয়া বাহুবলী–২ এর বক্স অফিস আয় ছিল ১৮১০ কোটি রুপি। যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি আয় করা ভারতীয় সিনেমা।
‘পাঠান‘ সিনেমাটি এখন জনপ্রিয়তার তুঙ্গে। গত ২৫ জানুয়ারি মুক্তির পর ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৯৭৬ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।ইয়াশ রাজ ফিল্মসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত ভারতে বাইরে ৩৬৭ কোটি রুপি, আর ভারতে সিনেমাটি গ্রস আয় ৬০৯ কোটি রুপ।
অথচ সিনেমাটি চীনে এখনও রিলিজ দেয়া হয়নি। তা সত্ত্বেও বিশ্বে সবচেয়ে বেশি টাকা আয় করা হিন্দি সিনেমা এখন ‘পাঠান‘। হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ভাষাতেও মুক্তি পেয়েছে সিনেমাটি।
‘পাঠান‘ সিনেমার জন্য শাহরুখ খান পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি। দীপিকা পাড়ুকোন নিয়েছেন ১৫ কোটি রুপি। আর প্রধান খলনায়কের জন আব্রাহাম তাঁর পারিশ্রমিক ২০ কোটি রুপি। সিনেমাটিতে সালমান খান অতিথি চরিত্রে অভিনয় করেছেন, তবে ভাই শাহরুখের জন্য এই সিনেমায় কোনো পারিশ্রমিকই নেননি বলিউড ভাইজান।
এফএম/দীপ্ত