খেলাধুলার খোঁজ রাখেন এমন অনেকের কাছে জারভো পরিচিত এক নাম। বিভিন্ন খেলার সময়ে মাঠে ঢুকে পড়ার বাজে অভ্যাস রয়েছে তার। এজন্য তাকে কয়েকবার কারাগারেও যেতে হয়েছে। কে এই জারভো? কেন ই বা বার বার এমন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে জরিয়ে পড়েন?
জানা যায়, তার আসল নাম ড্যানিয়েল জার্ভিস। তিনি এক ইংরেজ ক্রিকেট অনুরাগী এবং ভারতীয় দলের সমর্থক। পাশাপাশি টুইটার অ্যাকাউন্টে তার দাবি, পেশায় তিনি কৌতুকাভিনেতা, চলচ্চিত্র নির্মাতা এবং ইউটিউবার।
চলতি বিশ্বকাপে রবিবার (৮ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় নিরাপত্তাবেষ্টনী টপকে মাঠে ঢুকে পড়েন জারভো। পরে দৌড়ে কোহলির কাছে যান। ৬৯ নম্বর সংবলিত ভারতের বিশ্বকাপ জার্সি পরিহিত ছিলেন তিনি। নিরাপত্তাকর্মীরা অবশ্য কিছুক্ষণের মধ্যেই জারভোকে মাঠের বাইরে নিয়ে যান। পরে স্টেডিয়াম থেকে বের করে দেয়া হয়েছে তাকে। এমনকি, বিশ্বকাপের ম্যাচগুলোতে তাকে নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।
অবশ্য জারভোর এই ক্রিকেট মাঠে ঢুকে পড়ার ঘটনা এবারই প্রথম না। এর আগে ২০২১ সালে ভারতের ইংল্যান্ড সফর চলাকালে পরপর তিন টেস্টে মাঠে প্রবেশ করেছিলেন তিনি। জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক হলেও তিনি ভারতের ক্রিকেটের ভক্ত।
আল আমিন/ দীপ্ত সংবাদ