কুষ্টিয়ার ছেঁউড়িয়া আজ শুরু হয়েছে তিন দিনের লালন স্মরণোৎসব। সেখানে জড়ো হচ্ছেন দেশ–বিদেশের সাধু, ভক্ত–অনুরাগী ও গবেষকরা। লালনের তিরোধান দিবস উপলক্ষ্যে আখড়াবাড়িতে চলছে সাধুসঙ্গ।
পয়লা কার্ত্তিক মরমী সাধক, বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস। এ উপলক্ষ্যে কুষ্টিয়ার ছেঁউড়িয়া লালন আঁখড়াবাড়িতে জড়ো হচ্ছেন ভক্ত অনুরাগীরা।
আত্মার টানে দেশ–বিদেশ থেকে ছুটে আসছেন লালন ভক্তরা। মাজার প্রাঙ্গনে জড়ো হয়ে অংশ নিচ্ছেন সাধুসঙ্গে। এরইমধ্যে জমে উঠেছে আঁখড়াবাড়ি।
লালনের মানবতাবাদ ও অসাম্প্রদায়িকতা প্রেরণা জুগিয়েছে বিশ্ব পরিমন্ডলে। তাই প্রতিবারের মতো এবারও তিরোধান দিবস উপলক্ষ্যে বিদেশী গবেষক ও দর্শনার্থীরা আসছেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগীতা ও লালন একাডেমীর আয়োজনে এই উৎসবের নিরাপত্তায় সব ব্যবস্থা নিয়েছে পুলিশ ও জেলা প্রশাসন।
১৭ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত কালী নদীর পাড়ে উনমুক্ত মঞ্চে লালনের জীবন দর্শন নিয়ে থাকছে আলোচনা ও সংঙ্গীতের অনুষ্ঠান।
আল/ দীপ্ত সংবাদ