কুষ্টিয়ার ভেড়ামারায় প্রতারণার মাধ্যমে ভুয়া বিল ভাউচার তৈরি করে রেমিটেন্স যোদ্ধাদের ১ লক্ষ ৯৯ হাজার ৫শত টাকা উত্তোলন করে পালিয়েছে প্রতারক চক্রের সদস্যরা। এ সময় ঐ চক্রের আরো তিন সদস্যকে আটক করে স্থানীয় জনতা ও ব্যাংক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১২ টার দিকে ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের গোলাপনগর বাজারে অবস্থিত অগ্রণী ব্যাংক শাখায় এই ঘটনা ঘটে। আটককৃত প্রতারক চক্রের তিন সদস্যকে পুলিশে সোপরদ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জহুরুল ইসলাম জানান, বেলা সাড়ে ১২টার দিকে প্রতারণার মাধ্যমে ভুয়া বিল ভাউচার তৈরি করে রেভিডেন্স যোদ্ধাদের টাকা উত্তোলন করতে যান ৫ প্রতারক চক্রের সদস্য। এসময় প্রতারক চক্রের দুই সদস্য ১ লক্ষ ৯৯ হাজার ৫শত টাকা উত্তোলন করে পালিয়ে যায়। পরে একিভাবে প্রতারক চক্রের তিন সদস্য ভুয়া বিল ভাউচার দিয়ে টাকা উত্তোলন করতে গেলে ব্যাংক কর্মকর্তাদের কাছে সন্দেহ হলে জিজ্ঞাসা শুরু করেন তারা। চক্রের সদস্যরা তাড়াহুড়ো করে ব্যাংক থেকে নেমে পালানোর চেষ্টা করেন পরে স্থানীয় জনতার সহযোগিতায় তাদেরকে আটক করা হয়। এ বিষয়ে এখন তদন্ত চলমান রয়েছে। আটককৃতদের নাম–ঠিকানা যাচাই–বাছাই চলছে।
সরকার/ সুপ্তি/ দীপ্ত সংবাদ