আজ (৪ মার্চ ) সকাল থেকে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় উৎযাপিত হচ্ছে লালন উৎসব। প্রতিবছর তিন দিনের লালন উৎসব পালন করা হয়। ৪ মার্চ শনিবার থেকে ৬ মার্চ সোমবার পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। পবিত্র শবে বরাতের কারণে এবার দুই দিন এগিয়ে আনা হয়েছে এই উৎসব।
প্রতিবছর দুইবার তিন দিনের জন্য লালন মেলা অনুষ্ঠিত হয়ে থাকে মার্চ ও অক্টোবর মাসে। মেলাটি লালন আখড়ায় বিশাল আয়োজনে উৎযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সাঁইজির মাজার প্রাঙ্গণে জড়ো হচ্ছেন ভক্ত-অনুরাগীরা।
সব রকম প্রস্তুতি নিয়ে পালন হচ্ছে এই মেলা। সব কিছু ধোয়া-মোছার পর সাজানো হয়েছে মাজার প্রাঙ্গণ। মেলাটি বসছে কালি নদীর পাড়ে।
লালনের জীবনদশায় দোলন পূর্নিমার রাতে সাধুদের নিয়ে রাতভোর আধ্যাতিক গান বাজনা করতেন। ১৮৯০ সালের ১৭ অক্টোবর ১লা কার্তিক লালনের মৃত্যুর পর তারই ধারাবাহিকতায় দোল পূর্নিমার অনুষ্ঠান হয়ে আসছে।
যুথি/দীপ্ত