‘শিক্ষা, স্বাস্থ্য, প্রগতি’ এই ¯ স্লোগানকে সামনে রেখে চার দফা দাবিতে দেশব্যাপী ম্যাটস শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট এর অংশ হিসেবে কুষ্টিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা।
বুধবার (৩০ আগস্ট) সকালে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় বক্তব্য রাখেন ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সহ–সভাপতি ডাঃ রমা প্রসাদ দে, সাধারণ সম্পাদক ডাঃ আককাস আলীসহ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা।
ইন্টার্নশীপ বহন সহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন। এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন। কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগের ব্যবস্থা এবং বঙ্গবন্ধুর ৫ম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান।যতদিন পর্যন্ত তাদের এ চার দফা দাবি বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত ক্লাস বর্জন সহ ছাত্র ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা।
এসএ/দীপ্ত নিউজ