চট্টগ্রাম থেকে ময়মনসিংহ যাওয়ার পথে কুমিল্লার নাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে।
রবিবার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে নাঙ্গলকোটে হাসানপুর রেলওয়ে স্টেশনের আগে ঢালুয়া ইউনিয়নের তেজেরবাজার এলাকায় এ বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।
নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার জামাল হোসেন দীপ্ত নিউজকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্টেশন মাস্টার বলেন, ‘গরমে রেললাইন বেঁকে যাওয়ায় বিজয় এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় পড়েছে। এতে ৯টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দুটি উদ্ধারকারী ট্রেন নিয়ে যাচ্ছি।’
লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্ল্যাহ বাহার বলেন, ঘটনার পর থেকে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইনে ট্রেন চলাচল করবে। ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারব।
বগিগুলো ঢাকা–চট্টগ্রাম রেলপথের উভয় লাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকায় ঢাকা–চট্টগ্রাম, চট্টগ্রাাম–সিলেট, চট্টগ্রাম–চাঁদপুর, চট্টগ্রাম–জামালপুর রোডে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
প্রাথমিকভাবে দুর্ঘটনায় এখনও হতাহতের কোনো খবর জানা যায়নি। তবে দুর্ঘটনার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে ট্রেনটির কয়েকটি বগি ছড়িয়ে–ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে।
উল্লেখ্য, বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম–জামালপুর রুটে চলাচলকারী প্রথম আন্তঃনগর ট্রেন। ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে জামালপুর পর্যন্ত বাড়ানোর আগে এটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করত।
এসএ/দীপ্ত সংবাদ