কুমিল্লার মনোহরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাসুরের বিরুদ্ধে। বুধবার (২৯ মার্চ) সকালে উপজেলার সরসপুর ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শারমিন আক্তার মনি প্রবাসী মাসুদ আলমের স্ত্রী ও তিন সন্তানের জননী। এ দম্পতির ছোট ছেলের বয়স ৩ মাস।
একই গ্রামের মমতাজ মিয়ার ছেলে অভিযুক্ত খোরশেদ আলম পেশায় একজন অটোরিকশা চালক। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানান, বাড়ির উঠানে কাজ ব্যস্ত ছিলেন শারমিন। এ সময় পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত খোরশেদ দা দিয়ে এলোপাতাড়ি শারমিনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমি/দীপ্ত