কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বরই গাছে খেলায় মেতেছে হাজারো চড়ুই পাখি। কিচিরমিচির শব্দে চারপাশ মুখর করে তুলছে এসব পাখি।
যাত্রাবিরতিতে বাস থামলে অনেকের কাছে উপভোগ্য হয়ে উঠে চড়ুই পাখির কিচিরমিচির খেলা।
যেন চড়ুই পাখির মেলা। বরই গাছজুড়েই পাখি আর পাখি। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কলকাকলিতে মুখর থাকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার হোটেল নূরজাহান এলাকা।
কয়েকবছর ধরে এই পাখিদের আনাগোনা। এখন প্রায় ৫ হাজারের বেশি পাখির দেখা মিলছে বরই গাছগুলোতে। মহাসড়কের পাশে বিভিন্ন গাছও হয়ে উঠছে তাদের নিরাপদ আশ্রয়স্থল। এসব পাখির দেখভাল করছে স্থানীয় হোটেল কর্তৃপক্ষ।
পাখিদের নিরাপত্তার জন্য গাছে গাছে টানানো হয়েছে সচেতনতামূলক প্লেকার্ডও।