কুমিল্লায় গত তিনদিনে ২৭৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ৫৬ মিলিমিটর। আরো ভারী বর্ষনের সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতের ত্রীপুরার গোমতী নদীর উৎপত্তি স্থলে ভারী বৃষ্টিপাত হওয়ায় পানি প্রবাহ বেড়েছে।
কুমিল্লা অংশের চরগুলো প্লাবিত হয়েছে। এতে শতশত বাড়িঘর জলমগ্ন হয়েছে। বিপাকে পড়েছে হাজার হাজার মানুষ। বর্ষনের ফলে গোমতীর পানি যেকোন সময় বিপদসীমার উপরে প্রবাহিত হতে পারে। এতে করে কুমিল্লা সদর উপজেলার কটকবাজার থেকে দাউদকান্দি পর্যন্ত ৮৫ কিলোমিটার গোমতী বাঁধের দূর্বল অংশ ভেঙ্গে যাওয়ার আশংকা রয়েছে। এদিকে ভারী বর্ষনে কুমিল্লা নগরীর অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এদিকে গোমতীর চরের ৪ হাজার একর ফসলী জমির সবজি ক্ষেত প্লাবিত হয়েছে।
গোমতীর নাজুক অবস্থায় থাকা স্থানগুলো মেরামতের কাজ করছে বলে জানান কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান।
তিনি আরো জানান গোমতীতে গেল ১৫ বছরে উজান থেকে আসা এতো পানি দেখা যায়নি।
শাকিল/ সুপ্তি/ দীপ্ত সংবাদ