কুড়িগ্রামে বেড়েছে শীতের দাপট। কুয়াশায় ব্যাহত হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জীবনযাত্রা। বৃষ্টির ফোঁটার মত পড়ছে কুয়াশা। কুয়াশার চাদরে ঢেঁকে গেছে গোটা জনপদ। দিনের বেলায় সড়ক ও মহাসড়কে হেড লাইট জ্বালিয়ে সতর্কতার সাথে চলাচল করছে যানবাহনগুলো।
শীত ও ঠান্ডার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শীত কষ্টে পড়েছে শ্রমজীবি,ছিন্নমূল ও অতি দরিদ্র মানুষজন। ঠান্ডায় দুর্ভোগে পড়েছে শিশু ও বয়স্করা। শীত ও কনকনে ঠান্ডা উপেক্ষা কাজে যেতে না পারায় দুর্ভোগ বেড়েছে শ্রমজীবিদের।
মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ৯ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। দিনের অধিকাংশ সময মেঘে ঢাকা থাকছে সূর্য্য। এ অবস্থায় সূর্য্য আলো না পাওয়ায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: সারাদেশে বড়ছে শীতের তীব্রতা
আল/ দীপ্ত সংবাদ