ফেনীর সোনাগাজী উপজেলার স্বেচ্ছাসেবকলীগ নেতা ইমাম হোসেনকে ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণের মামলায় গ্রেপ্তার সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. ফারুক হোসেন এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। ইমাম হোসেন উপজেলার চর দরবেশ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনেকদিন ধরে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন রিয়াদ হোসেন। বিষয়টি কিশোরী তার মা–বাবাকে জানায়। তারা প্রতিকার চেয়ে ইমাম হোসেনের কাছে অভিযোগ করেন। কিন্তু কোন লাভ হয়নি। স্বেচ্ছাসেবকলীগ নেতার ভয়ে সালিশী বৈঠক বসাতে পারেনি কিশোরীর পরিবার। বুধবার দুপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে মেয়েটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান রিয়াদ। এরপর স্বেচ্ছাসেবকলীগ নেতার ভাড়া বাসায় আটকে রেখে দুজন মিলে তাঁকে ধর্ষণ করেন।
কিশোরীর বাবা বলেন, ঘটনার দুইদিন পরও কোন সুরাহা না হওয়ায় শনিবার রাতে থানায় মামলা করেন তিনি। তিনি ইমাম হোসেন ও রিয়াদ হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মামলার পর রাতে পুলিশ উপজেলার সেনেরখিল এলাকা থেকে ইমাম হোসেন ও রিয়াদকে গ্রেপ্তার করে। বর্তমানে তাঁরা কারাগারে রয়েছেন।
সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. ফারুক হোসেন বলেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা ইমাম হোসেনের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়। ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। যাহা শিষ্টাচার বর্হিভূত ও সংগঠনের গঠনতন্ত্র বিরোধী। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। পরে জেলা ও উপজেলা নেতৃবৃন্দের পরামর্শে দলীয় শৃঙ্খলার লঙ্ঘন ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে জরুরী সভা ডেকে উপজেলার চর দরবেশ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে ইমাম কে বহিস্কার করা হয়েছে।
আবদুল্লাহ আল–মামুন/পূর্ণিমা/দীপ্ত নিউজ