শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬
শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬

কিশোরগঞ্জে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
কিশোরগঞ্জে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

কিশোরগঞ্জে অষ্টগ্রামে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে নিচে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জিরোপয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পার্শ্ববর্তী মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ভরা গ্রামের আব্দুল হামিদের ছেলে নূরে আলম (৪৩) এবং একই ইউনিয়নের মালিউন্দ গ্রামের আলী হোসেনের ছেলে হাদিস মিয়া (৫৫)। প্রাথমিকভাবে আহতদের নামপরিচয় জানাতে পারেনি পুলিশ।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েব খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে একটি পিকআপ ভ্যানে করে ১৫২০ জন মিলে মিঠামইনের ঘাগড়া এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের একটি দরবার শরীফে যাচ্ছিলেন তারা। যাওয়ার পথে অষ্টগ্রাম জিরোপয়েন্ট এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে নিচে পড়ে যায়। এতে পিকআপ ভ্যানে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

পরে আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নূরে আলমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হাদিস মিয়াকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়াও অন্যান্য আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

মশিউর নাদিম

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More