২০ বছর পর অবশেষে ঘরের মাঠে আক্ষেপ ঘুচালো রোহিত শর্মার দল। সর্বশেষ ২০০৩ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের দেখা পেয়েছিল ভারত। এরপর এই সময়ে আইসিসি ইভেন্টে কোনো ম্যাচে কিউইদের হারাতে পারেনি ভারত।
রবিবার (২২ অক্টোবর) ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নিউজিল্যান্ডের দেয়া ২৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতকে দুর্দান্ত শুরু এনে দেন রোহিত শর্মা ও শুভমান গিল। লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত ও গিলের ব্যাটে ভালো শুরু পায় ভারত। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে মেন ইন ব্লু’রা। কিন্তু ভিরাট কোহলির অতিমানবীয় ৯৫ রানের ওপর ভর করে ১২ বল হাতে রেখেই জয় তুলে নেয় টুর্নামেন্টের হট ফেভারিট ভারত।
এর আগে ব্যাট করতে নেমে ড্যারেল মিচেলের অনবদ্য সেঞ্চুরি ও রাচীন রবীন্দ্র’র হাফ সেঞ্চুরি’তে ২৭৩ রানের লড়াকু পুঁজি পায় কিউইরা। দলের হয়ে সর্বোচ্চ ১৩০ রান করেছেন ড্যারিল মিচেল। ভারতের হয়ে ৫ উইকেট শিকার করে দলের সেরা বোলার মোহাম্মদ শামি।
আল/ দীপ্ত সংবাদ