রাজনৈতিক ব্যক্তিত্ব শাজাহান খানের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা ‘জয় বাংলা ধ্বনি’। খ ম খুরশীদের পরিচালনায় এতে অভিনয় করবেন আসাদুজ্জামান নূর, নিরব, সুনেরাহ বিনতে কামালসহ অনেকে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির মহরত ও সংবাদ সম্মেলন।
বিনয়ের সুরে আসাদুজ্জামান নূর বলেন, ‘আমাকে পরিচয় করানোর জন্য ‘কিংবদন্তি’ শব্দটি কয়েকবার ব্যবহার করা হয়েছে। এই শব্দটি বহুবার ব্যবহৃত হতে হতে খুব মলিন হয়ে গেছে। এটি ব্যবহার কম বা না করাই ভালো। আমার চোখে কিংবদন্তি শিল্পী বলতে যাদের বুঝি, যেমন গোলাম মোস্তাফা আছেন, আনোয়ার হোসেন আছেন কিংবদন্তি শিল্পী। আমরা ওই পর্যায়ের শিল্পী এখনও হতে পারিনি বলে আমি বিশ্বাস করি।’
শাজাহান খানের অনুরোধেই সিনেমাটিতে যুক্ত হয়েছেন বলে জানালেন আসাদুজ্জামান নূর। তার ভাষ্য, ‘এই ছবিতে আসার পেছনের গল্প মূলত শাজাহান ভাই। যিনি বীর মুক্তিযোদ্ধা, তার আবেগ দিয়ে, অভিজ্ঞতা, দেশপ্রেম দিয়ে তিনি একটি ইতিহাসকে ধারণ করবার চেষ্টা করেছেন তার কাহিনির মধ্য দিয়ে। সে কারণে তার যে অনুরোধ, সেটা রাখাটা আমার জন্য অনিবার্য হয়ে পড়ে।’