গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আজগানা অভিমুখী আলোয়া বিলের রাস্তাটি দশ বছর ধরে চলাচলের অনুপযোগী। সড়কটি কবে পিচঢালা হবে; সে অপেক্ষায় গ্রামবাসী।
সরেজমিনে দেখা যায়, দশ বছর ধরে অবহেলায় গ্রামবাসী তাদের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে আসতে পারে না। এতে পণ্যে সঠিক দাম পায় না কৃষকরা।
স্থানীয় একজন জানান, রশিদপুরের মানুষজন কালিয়াকৈর উপজেলায় যাওয়ার জন্য কয়েক কিলোমিটার রাস্তা ঘোরে বিকল্প রাস্তা ব্যবহার করে। এতে করে সময় ও যাতায়াত ভাড়া কয়েকগুণ বেশি লাগে।
স্থানীয়রা জানান, স্থানীয় প্রতিনিধিরা বার বার আশ্বাস দিয়ে যাচ্ছে। মাঝে মাঝে মাটির কাজের সংস্কার হলেও স্থায়ীভাবে পাকা করার উদ্যোগ নেয়া হয় না। জনপ্রতিনিধিদের আশ্বাসই শুনতেছি।
স্থানীয়রা দ্রুত রাস্তাটি পাকাকরণে এলজিইডি এবং স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেছে। বছরের পর বছর ধরে গ্রামের মানুষ ভোগান্তিতে রয়েছে।
এজে/দীপ্ত সংবাদ