নিজের ভাগ্য নয়, দেশের মানুষের ভাগ্য গড়াই আমার একমাত্র লক্ষ্য, রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে মিরপুরের কালশী ফ্লাইওভার উদ্বোধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
ইসিবি স্কোয়ার থেকে কালশী পর্যন্ত ৩ দশমিক ৭০ কিলোমিটার রাস্তা প্রশস্ত করা হয়েছে। মূল ফ্লাইওভারের দৈর্ঘ্য ২ হাজার ৩৩৫ মিটার। ৪৭৫ মিটারের র্যাম্প রয়েছে পাঁচটি। ৬৮টি স্প্যানের ওপর দাঁড়িয়ে থাকা এ উড়ালসড়কের গার্ডার সংখ্যা ১৭টি। ফ্লাইওভারটি দেখতে ইংরেজি বর্ণমালা ‘ওয়াই’–এর মতো।
প্রায় এক হাজার মিটার দৈর্ঘ্যের এই ফ্লাইওভার দিয়ে মিরপুর থেকে বিমানবন্দরে যেতে সময় লাগবে মাত্র ১০ মিনিট। ফলে ওই এলাকার যানজট নিরসন হবে অনেকটাই।
মিরপুর বাসীন্দারা কালশি ফ্লাইওভার হওয়ায় নিজেদের আনন্দ অনুভূতি প্রকাশ করেছেন।
প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও বাংলাদেশ সেনাবাহিনী। এতে খরচ হয়েছে এক হাজার কোটি টাকার কিছু বেশি।
অনু/দীপ্ত সংবাদ