শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

কাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, আইকনিক রেল স্টেশন উদ্বোধন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (১১ নভেম্বর) কক্সবাজার যাচ্ছেন। এদিন প্রধানমন্ত্রী রেললাইন ও মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরসহ প্রায় ৮৮ হাজার কোটি টাকার ১৯টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

শনিবার (১১ নভেম্বর) সকালে সদরের ঝিলংজা ইউনিয়নের চাঁন্দেরপাড়ায় ঝিনুক আকৃতির আইকনিক রেল স্টেশন থেকে রেল চলাচল উদ্বোধন করবেন প্রধনামন্ত্রী। ওইদিন বিকেল ৩টার দিকে দ্বীপ উপজেলা মহেশখালী আওয়ামী লীগের দলীয় জনসভায় প্রধানমন্ত্রীর ভাষণ দেয়ার কথা রয়েছে।

জেলা প্রশাসকের প্রজ্ঞাপন থেকে জানা যায়, এদিন প্রধানমন্ত্রী প্রায় ৮৮ হাজার কোটি টাকার রেলসহ ১৫ টি প্রকল্পের উদ্বোধন ও ৪ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। 

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কক্সবাজার শহরের বিভিন্ন মোড়ে মোড়ে বড় বড় ফটক করা হয়েছে, সড়কের দুই পাশে পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি, লক্ষাধিক লোকের সমাগম হবে উদ্বোধন অনুষ্ঠানে।

প্রধামন্ত্রীর সফরকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রকল্প এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে এখন সাজ সাজ রব। প্রতিটি মোড়ে মোড়ে একাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। রঙবেরঙের ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে মহাসড়কসহ প্রধান প্রধান সড়ক। বিশেষ করে মহেশখালী বাজার থেকে মাতারবাড়ী পর্যন্ত সড়কে তোরণ ও ব্যানারে ছেয়ে গেছে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কক্সবাজারে সকল প্রকার বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ শাহীন ইমরান।

তিনি বলেন, ‘জেলার আইনশৃংখলা নিয়ন্ত্রণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সফরের সময় নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও জেলায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More