বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬
বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬

কার্ডের সুবিধার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জনগণকে কার্ড দিয়ে সুবিধা দেয়া হোক, আমরাও চাই। কিন্তু কার্ড পৌঁছাতে ঘুষচাঁদাবাজি বন্ধ করতে হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর–১০ নম্বরে আদর্শ স্কুল মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা১৫ আসনে জামায়াতের ইসলামীর প্রার্থী ও দলটির আমির ডা. শফিকুর রহমানের জনসভায় এসব কথা বলেন নাহিদ।

তিনি বলেন, দুই হাজার টাকার কার্ড নিতে এক হাজার টাকা ঘুষ দিতে হবে— এ ধরনের পরিস্থিতি গ্রহণযোগ্য নয়। যদি সত্যিই জনগণকে সুবিধা দেয়ার মনোভাব থাকে, তাহলে এসব সুযোগসুবিধা বিনা বাধায় জনগণের কাছে পৌঁছানো উচিত।

এনসিপির আহ্বায়ক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো বিকল্প নেই। নির্বাচন সুষ্ঠু না হলে কোনো কৌশল বা বিকল্প কার্যকর হবে না। তাই নির্বাচন কমিশনকে নিরপেক্ষ আচরণ করতে হবে এবং সব দলকে সমান আচরণবিধি অনুসরণ করতে হবে।

তিনি হুঁশিয়ার করেন, কোনো ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না। নির্বাচন কমিশনকে স্মরণ করিয়ে দিচ্ছি, আমরা এখনো মাঠে নামি নাই। কারণ আমরা নির্বাচনের জন্য নামছি। আমাদের আন্দোলনের দিকে নামতে বাধ্য করবেন না।

এনসিপি নেতা বলেন, যারা ঋণ খেলাপী, তারা নির্বাচনে অংশ নিতে পারবে না—এটা জনগণের স্বার্থে। তারা সংসদে গেলে আবারও ঋণ নেবে, টাকা লুটবে, পাচার করবে। আমরা সেই বাংলাদেশ চাই না। আমরা তো এই লুটেরাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান করেছি। পরে নতুন কোনো লুটেরাদের আমরা ক্ষমতায় যেতে দেব না। বাংলাদেশের জনগণ তাদের ক্ষমতায় যেতে দেবে না।

নাহিদ আরও বলেন, গণভোটে আমরা ‘হ্যাঁ’ দেব, ইনআশাল্লাহ ১০ দলীয় ঐক্যজোট জয়ী হবে। গণভোটে পরিবারতন্ত্র, দুর্নীতিবাজ, বৈষম্য ও আধিপত্যকে ‘না’ বলে ইনসাফের পক্ষে ভোট দিতে হবে। ইনকিলাব জিন্দাবাদ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More