ব্রাহ্মণবাড়িয়ায় কারফিউ শিথিল করেছে স্থানীয় প্রশাসন। এতে দিনে ব্রাহ্মণবাড়িয়ার পরিবেশ প্রায় স্বাভাবিক হয়ে এসেছে।
শুক্রবার (২৬ জুলাই) সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে।
সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। সড়কে লক্ষ করা গেছে যানবাহনের চাপ। মহাসড়কের কোথাও কোথাও তৈরি হয়েছে ট্র্যাফিক জ্যাম। স্বল্পপাল্লার যানবাহন সিএনজি, রিকশা, অটোরিকশা ছাড়াও দূরপাল্লার আন্তঃজেলা পরিবহন সেবা চালু রয়েছে।
সন্ধ্যা ছয়টা পর্যন্ত এসব সচল থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে কারফিউর কারণে খাদ্যপণ্য আমদানি ও পরিবহন বাধাগ্রস্থ হওয়ায় বাজারে পণ্যের কিছুটা সংকট দেখা দিয়েছে।
এদিকে ব্যবসায়ীরা বলছেন কারফিউর কারণে ক্রেতা সমাগম কম হওয়ায় ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। বিক্রেতারা ব্যবসার সুবিধার্থে কারফিউর সময়সীমা পরিবর্তন করে দুপুর এবং রাতে শিথিল করার দাবি জানিয়েছেন।
নাবিল/ আল / দীপ্ত সংবাদ