সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫
সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫

কারওয়ান বাজারে ব্যবসায়ীদের ‘চাঁদাবাজি বিরোধী’ মানববন্ধনে হামলা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চাঁদাবাজি বন্ধের দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার কারওয়ান বাজার কিচেন মার্কেটসংলগ্ন আড়ত এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যবসায়ীদের দাবি, বহিষ্কৃত তেজগাঁও থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও তার অনুসারীরা এ হামলা চালিয়েছেন। আ.লীগ সরকার পতনের পর আবদুর রহমান ও তাঁর অনুসারীরা কারওয়ান বাজারে চাঁদাবাজি করে আসছে। এর প্রতিবাদেই এই মানববন্ধনের আয়োজন করা হয়।

কারওয়ান বাজার, ইসলামিয়া শান্তি সমিতির সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বলেন, কারওয়ান বাজার সুপারমার্কেট, কিচেন মার্কেট, ১ ও ২ নম্বর সুপারমার্কেট ব্যবসায়ীরা আবদুর রহমান ও তাঁর অনুসারীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে। বিভিন্ন দোকানভিত্তিক মাসিক ও দৈনিক হারে চাঁদা নেওয়া হচ্ছে। এমনকি বরফ বিক্রেতাদের কাছ থেকেও অর্থ আদায় করা হচ্ছে। চাঁদাবাজির অভিযোগে আবদুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘চাঁদাবাজির প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলাম। হঠাৎ বহিরাগত কিছু লোক এসে আমাদের ওপর হামলা চালান। এতে অনেক ব্যবসায়ী আহত হন।

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ বলেন, যাঁরা মানববন্ধন করেছেন, তাঁরা আ.লীগের সঙ্গে সম্পৃক্ত। ব্যবসায়ীদের কমিটি সংক্রান্ত বিরোধের জেরে আবদুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। সেখানে আরেকটি গ্রুপ হামলা করেছে।

তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, এখানে ব্যবসায়ীদের বিভিন্ন গ্রুপ রয়েছে। এখানে মানববন্ধনে এক পক্ষের বিরুদ্ধে অন্য পক্ষ দাঁড়িয়েছে। মানববন্ধন চলাকালে একটি পক্ষ এসে তাঁদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। মানববন্ধন শেষ হয়েছে। যাঁরা আহত হয়েছেন, তাঁদের থানায় এসে মামলা করতে বলা হয়েছে। এটার সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More