রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি মার্কেট স্থানান্তর এখন সময়ের ব্যাপার মাত্র। সিটি কর্পোরেশন বলছে, মার্কেট স্থানান্তর হলে ট্রাকের আধিপত্য কমার পাশাপাশি, যানজটও কমে আসবে। তবে এ নিয়ে শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। বাজার স্থানান্তর নিয়ে কিছুটা অসন্তুষ্ট ক্রেতারাও।
২৪ ঘণ্টাই জমজমাট কারওয়ান বাজার। এরমধ্যে অন্যতম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পাইকারি মার্কেট। এ মার্কেটে বিভিন্ন পণ্যের আড়ত রয়েছে। এখান থেকেই পাইকারি দামে পণ্য কিনে নিয়ে যান খুচরা বিক্রেতারা।
পাইকারি মার্কেটের ভবনটি ঝুকিপূর্ণ হওয়ায়, ঈদের পরই তা ভেঙ্গে ফেলার ঘোষণা দেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র। তাই ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
কারওয়ান বাজার থেকে একটু কম দামে পণ্য কিনতে পারেন ক্রেতারা। বাজার স্থানান্তরের ঘোষণায়, তাদের মাঝেও কিছুটা অসন্তোষ রয়েছে।
ব্যবসায়ীরা জানান, তারা গাবতলী নয় যাত্রাবাড়ী যেতে চান। তবে সেজন্য তাদের ক্ষতিপূরণ দিতে হবে।
মার্কেট স্বাভাবিক থাকলেও, সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় এরইমধ্যে সরিয়ে নেয়া হয়েছে। বাজার সরানো হলে এই এলাকার যানজট কমে আসবে বলে জানিয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন।
সিটি কর্পোরেশন বলছে, কারওয়ান বাজারের তালিকাভুক্ত ব্যবসায়ীদের আমিনবাজার পাইকারি কাঁচাবাজারে দোকান বরাদ্দ দেয়া হবে।
আল / দীপ্ত সংবাদ