নতুন সূর্য ওঠা মানেই নতুন সম্ভাবনার দিন। কিন্তু সেই সম্ভাবনাগুলো কতটা ইতিবাচক বা সতর্কতামূলক হতে পারে, তা অনেকটাই নির্ভর করে রাশিফল অনুযায়ী গ্রহ–নক্ষত্রের অবস্থানের ওপর। আজ বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫। চলুন দেখে নেয়া যাক আজকের রাশিফল।
মেষ (২১ মার্চ–২০ এপ্রিল):
দিনটি কর্মক্ষেত্রে অগ্রগতির বার্তা নিয়ে আসতে পারে। গুরুত্বপূর্ণ কাজ হাতে নিন সকালের দিকে। পারিবারিক বিষয়ে সতর্ক থাকুন।
বৃষ (২১ এপ্রিল–২০ মে):
আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ভালো সময়। তবে প্রেম নিয়ে জটিলতা এড়াতে সংযত থাকুন। যাত্রা শুভ।
মিথুন (২১ মে–২১ জুন):
বন্ধুরা আজ আপনার জন্য সহায় হবে। অফিসের কাজে প্রশংসা পাবেন। শরীর ভালো যাবে না, সতর্ক থাকুন।
কর্কট (২২ জুন–২২ জুলাই):
দিনটি প্রেম ও রোমান্সের জন্য অনুকূল। তবে খরচে লাগাম টানতে হবে। আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক উন্নত হবে।
সিংহ (২৩ জুলাই–২৩ আগস্ট):
পরিবারের কারো সঙ্গে মতবিরোধ হতে পারে। তবে আর্থিক উন্নতির সম্ভাবনা আছে। আত্মবিশ্বাস ধরে রাখুন।
কন্যা (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর):
শিক্ষা ও সৃজনশীল কাজে সফলতা আসবে। প্রেমে অনিশ্চয়তা থাকতে পারে। আজ ভ্রমণের সম্ভাবনা রয়েছে।
তুলা (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর):
ব্যবসায়িক দিক থেকে লাভজনক দিন। দীর্ঘদিনের জটিলতা কাটতে পারে। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর–২২ নভেম্বর):
প্রভাবশালী কারো সহায়তা পেতে পারেন। তবে রাগ নিয়ন্ত্রণে রাখুন, তা না হলে সম্পর্কে টানাপোড়েন হতে পারে।
ধনু (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর):
নিজের দক্ষতা দিয়ে সকল বাধা কাটিয়ে উঠতে পারবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। প্রেমে আশাব্যঞ্জক ইঙ্গিত।
মকর (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি):
আত্মবিশ্বাস বাড়বে। দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে। তবে নতুন বিনিয়োগে সাবধানতা অবলম্বন করুন।
কুম্ভ (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি):
বন্ধুর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন হতে পারে। অফিসে সহকর্মীর সাহায্য পেতে পারেন। মানসিক চাপ এড়াতে মেডিটেশন করুন।
মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ):
ভবিষ্যৎ পরিকল্পনায় এগিয়ে যাওয়ার ভালো সময়। পারিবারিক দিক ভালো যাবে। প্রেমে শুভ সংবাদ আসতে পারে।